মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

উত্তর ইরানে প্রাগৈতিহাসিক গুহার সন্ধান 

পোস্ট হয়েছে: অক্টোবর ২৩, ২০২৪ 

news-image

উত্তর ইরানের গিলান প্রদেশে অবস্থিত রুদসার কাউন্টির সিহকালরুদ গ্রামীণ জেলায় সম্প্রতি একটি প্রাগৈতিহাসিক গুহার সন্ধান পাওয়া গেছে।

শুক্রবার প্রাদেশিক পর্যটন প্রধান ভেলি জাহানি বলেছেন, কাসপিয়ান সাগর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে একটি বনাঞ্চলে অবস্থিত গুহাটি একটি উল্লেখযোগ্য আবিষ্কার।

ইরানি এই কর্মকর্তা ব্যাখ্যা দিয়ে বলেন, গুহাটির দৈর্ঘ্য প্রায় ২৫ মিটার এবং প্রস্থে তিন মিটার। অনন্য টপোগ্রাফির কারণে এটির উচ্চতা এক থেকে তিন মিটার পর্যন্ত পরিবর্তিত হয়।

জাহানি বলেন, গুহার প্রবেশ পথটি কৃত্রিমভাবে খোদাই করা বলে মনে হচ্ছে। যদিও এটি নিশ্চিত করার জন্য আরও গবেষণা প্রয়োজন।

কাসপিয়ান উপকূলরেখার কাছে হাইরক্যানিয়ান বনের মধ্যে এবং একটি প্রবাহিত নদী সংলগ্ন সুবিধাজনক অবস্থান হওয়ায় গুহাটির তাৎপর্য আরও বেড়েছে। প্রাথমিকভাবে এটি প্রাগৈতিহাসিক যুগের বলে ধারণা করা হচ্ছে।

জাহানি জোর দিয়ে বলেন, গুহাটির ঐতিহাসিক প্রেক্ষাপটের সঠিক মূল্যায়নের জন্য আরও বিশদ জরিপ এবং গবেষণা প্রয়োজন।

তিনি আরও জানান, গিলানে দেড় শতাধিক গুহা রয়েছে। এসব গুহার মধ্যে কয়েকটি জাতীয় ঐতিহ্যবাহী স্থান হিসাবে নিবন্ধিত হয়েছে। বেশ কয়েকটি গুহা সাম্প্রতিক বছরগুলিতে পর্যটক আকৃষ্ট করতে সক্ষম হয়।

সূত্র: তেহরান টাইমস