বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

উচ্চ মূল্যের মধ্যে তেলের উৎপাদন বাড়াচ্ছে ইরান

পোস্ট হয়েছে: মে ১৫, ২০২২ 

news-image

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে অপরিশোধিত তেলের উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।আন্তর্জাতিক বাজারে আজ (রোববার) প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১১ ডলারে। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে তেলের উচ্চমূল্যের সুযোগ নেয়ার চেষ্টা করছে ইরান। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ইরানি তেলের আলাদা বাজার ও চাহিদা সৃষ্টি হয়েছে।

ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক তেল-গ্যাস রিফাইনিং অ্যান্ড পেট্রোকেমিক্যাল এক্সিবিশন

সম্প্রতি ইরানে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক তেল-গ্যাস রিফাইনিং অ্যান্ড পেট্রোকেমিক্যাল এক্সিবিশন। এই প্রদর্শনীর সময় ইরানের ১,২০০ এবং আন্তর্জাতিক অঙ্গনের ৪৪ টি কোম্পানি দেশের তেল খাতের অফস্ট্রিম, মিডস্ট্রিম এবং ডাউনস্ট্রিমে যুক্ত হয়েছে। এতেই ইরানের তেল উৎপাদন সক্ষমতা অনেকখানি বেড়ে গেছে।

ইরানের তেল ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতি ও প্রযুক্তির বেশিরভাগই আমেরিকা এবং চীন থেকে আমদানি করতে হতো। কিন্তু নিষেধাজ্ঞার ফলে এ সমস্ত যন্ত্রপাতি আমদানি তেহরানের জন্য অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় ইরান নিজেই প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরির ব্যবস্থা করেছে। ইরানের তেল উত্তোলন বা উৎপাদনের ক্ষেত্রে যে সমস্ত সমস্যা ছিল তার প্রায় পুরোটাই দূর হয়েছে। এর ফলে তেলের উৎপাদন বাড়াতে ইরানের সামনে আর কোন বাধা নেই। পার্সটুডে ।