রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইয়াজদে শতাব্দীর প্রাচীন কবরস্থান রূপান্তরিত হচ্ছে জাদুঘরে

পোস্ট হয়েছে: অক্টোবর ২৪, ২০২১ 

news-image

ইরানের কেন্দ্রীয় ইয়াজদ প্রদেশে শতাব্দীর প্রাচীন কবরস্থান জুই-ই হুরহুরকে সমাধিস্তম্ভ জাদুঘরে রূপান্তরিত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এমন তথ্য জানিয়েছেন প্রাদেশিক পর্যটন প্রধান সাইয়্যেদ মোস্তাফা ফাতেমি।

বুধবার তিনি বলেন, কবরস্থানটির ঐতিহাসিক তাৎপর্য থাকায় এবং এই ঐতিহাসিক কবরস্থানে ইয়াজদের বহু পণ্ডিত ও বয়োজ্যেষ্ঠের সমাধি থাকায় এটিকে পুনরুদ্ধার করে প্রাচীন সমাধিস্তম্ভের জাদুঘর প্রতিষ্ঠা করা জরুরি।

তিনি জানান, ৫২ হেক্টর জায়গার ওপর অবস্থিত কবরস্থানটি কয়েক শতাব্দী আগের। তবে এর কাঠামো ও কিছু মাজার কাজার যুগের (১৭৮৯-১৯২৫)।

জুই-ই হুরহুর এ মুসলিম ও ইহুদিদের সমাধি রয়েছে। তাদের উভয় সম্প্রদায়ের জন্য উত্তর ও দক্ষিণে রয়েছে ভিন্ন ভিন্ন প্রবেশ পথ। কবরস্থানটিতে বিভিন্ন ঐতিহাসিক যুগের বিজ্ঞানী, রহস্যবিদ, সাহিত্যিক এবং পাদ্রিদের কয়েকটি কবর রয়েছে। ইরানের ঐতিহাসিক স্মৃতিস্তম্ভটি সম্প্রতি দেশটির জাতীয় ঐতিহ্যের তালিকাভুক্ত হয়েছে। সূত্র: তেহরান টাইমস।