মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইস্পাত উৎপাদন প্রবৃদ্ধিতে বিশ্বে তৃতীয় ইরান

পোস্ট হয়েছে: জানুয়ারি ৩১, ২০২১ 

news-image

বিশ্বে ২০২০ সালে ইস্পাত উৎপাদন প্রবৃদ্ধির দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানি খনি ও খনি শিল্প উন্নয়ন ও সংস্কার সংস্থার (আইএমআইডিআরও) প্রতিবেদন মতে, ২০২০ সালে ইরান ২৯ মিলিয়ন টনের অধিক ইস্পাত উৎপাদন করেছে। এ নিয়ে বৈশ্বিকভাবে সর্বোচ্চ পরিমাণে ইস্পাত উৎপাদনের দিক দিয়ে দশম স্থানে রয়েছে দেশটি।

বিশ্ব ইস্পাত সমিতির (ডাব্লিউএসএ) সদস্য হিসেবে রয়েছে মোট ৬৪টি ইস্পাত উৎপাদক দেশ। এসব দেশ ২০২০ সালে একত্রে মোট ইস্পাত উৎপাদন করেছে ১ দশমিক ৮৩০ বিলিয়ন টন। এর মধ্যে ইরান উৎপাদন করেছে ২৯ দশমিক ৩০ মিলিয়ন টন। আগের বছরের তুলনায় যা ১৩ দশমিক ৪ শতাংশ বেশি। আগের বছরে ইরান ২৫ দশমিক ৬ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।