ইসাফাহানের লুকানো রত্ন হাকিম মসজিদ
পোস্ট হয়েছে: জুলাই ৭, ২০২১
পর্যটকদের কাছে তুলনামূলক কম পরিচিত হাকিম মসজিদ ইসফাহানের একটি আকর্ষণীয় স্মৃতিস্তম্ভ। কেন্দ্রীয় ইরানি এই শহরের শতাব্দীর পুরনো বাজারের নিকটেই স্থাপনাটি অবস্থিত। পৃথিবীর অর্ধেক সৌন্দর্যের অধিকারী ইসফাহান নগরীতে ভ্রমণে আসা দর্শনার্থীরা খুব সহজেই দৃষ্টিনন্দন এই মসজিদটি ঘুরে দেখতে পারেন।
সুরুচিপূর্ণ এই মসজিদটি কেবল একটি ইবাদতখানাই নয়, জনসাধারণের নানা প্রয়োজনে পাবলিক ভবন হিসেবেও এটি ব্যবহৃত হয়। এটি দিনে পাঁচ বার নামাজ আদায়ের একটি জায়গা, একটি ইসলামি কলেজ ও দর্শনার্থীদের জন্য একটি জরুরি আশ্রয় কেন্দ্রও বটে।
শাহ আব্বাস দ্বিতীয় এর শাসনামলে ১৭ শতকের মাঝামাঝি মসজিদটি নির্মাণ করা হয়। নির্মাতার নামে এটির নামকরণ করা হয় হাকিম মসজিদ। তিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। ফারসিতে চিকিৎসককে হাকিম বলা হয়।
মসজিদটির কোনো বৃহদাকারের প্রবেশ পথ নেই। তবে পাঁচটি ভিন্ন ভিন্ন ছোট প্রবেশ পথ রয়েছে। এতে ওয়াশরুম ও টয়লেটের মতো জনসাধারণের ব্যবহারের জন্য অনেক সুযোগ-সুবিধা রয়েছে। সূত্র: তেহরান টাইমস।