ইসলামিক সলিডারিটি গেমসে ইরানের ৯০ মেডেল
পোস্ট হয়েছে: মে ২২, ২০১৭

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসে একের পর এক পদক জয় অব্যাহত রেখেছে ইরানি অ্যাথলেটরা। এবারের টুর্নামেন্ট থেকে এ পর্যন্ত ৯০টি পদক ঘরে তুলেছে দেশটি। এর মধ্যে কেবল একটি খেলা থেকেই পাঁচটি স্বর্ণপদকসহ আটটি পদক জিতে নিয়েছে দেশটির ক্রীড়াবিদরা।
রোববার ইরানি পুরুষ জাতীয় ভলিবল টিম আরেকটি জোরালো জয় ছিনিয়ে নিয়েছেন। আজারবাইজানি স্কোয়াডকে ৩-০ ব্যবধানে হারিয়ে নিরঙ্কুশ জয় ছিনিয়ে নিয়েছে তারা।
অন্যদিকে, পুরুষদের ১০ মিটারের সিঙ্ক্রোনাইজ প্ল্যাটফর্মের চূড়ান্ত পর্বে যৌথভাবে স্বর্ণ পদক জিতেছে ইরানি যুগল শাহনাম ও মোজতবা ভালিপুর।
এ নিয়ে চতুর্থ আসরে ইতোমধ্যে তৃতীয় অবস্থান নিশ্চিত করেছে ইরান।
গত ১২ মে আজারবাইজানের রাজধানী বাকুতে চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমস শুরু হয়। এবারের গেমসের মোটো হচ্ছে ‘ঐক্যই আমাদের শক্তি।‘’ এবারের আসরে ২১টি ইভেন্টে ৫৭টি মুসলিম দেশের প্রায় ৬ হাজার অ্যাথলেট প্রতিদ্বন্দ্বিতা করেছে।
সূত্র: প্রেসটিভি।