ইসলামিক গেমসে তৃতীয় ইরান
পোস্ট হয়েছে: আগস্ট ২১, ২০২২

তুরস্কের কোনিয়াতে অনুষ্ঠিত ৫ম ইসলামিক সলিডারিটি গেমসে ইরান তৃতীয় স্থান অর্জন করেছে। ৯ থেকে ১৮ আগস্ট ৫৪টি দেশের ৪ হাজার ২শ জন ক্রীড়াবিদ এবারের ইসলামিক গেমসে অংশ নেন।
গেমসের সমাপনী অনুষ্ঠান সেলুক বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীতের সাথে তুরস্কের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অংশগ্রহণকারী দেশের পতাকা কুচকাওয়াজ শেষে আলো ও আতশবাজি প্রদর্শন করা হয়।
তুরস্ক ১৪৫টি স্বর্ণ, ১০৭টি রৌপ্য এবং ৮৯টি ব্রোঞ্জ সহ ৩৪১টি পদক নিয়ে শীর্ষস্থানে রয়েছে। উজবেকিস্তান ৫১টি স্বর্ণ, ৪২টি রৌপ্য এবং ৬৫টি ব্রোঞ্জ সহ ১৫৮টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
ইরান ১৩৩টি পদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ইরানের ক্রীড়াবিদরা ৩৯টি স্বর্ণ, ৪৪টি রৌপ্য এবং ৫০টি ব্রোঞ্জপদক জিতেছেন। ইরান থেকে গেমসে ২৫৭ জন ক্রীড়াবিদ অংশ নেন। সূত্র: তেহরান টাইমস।