শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইসলামিক গেমসে ইরানি নারী স্প্রিন্টারের পদক জয়

পোস্ট হয়েছে: আগস্ট ১১, ২০২২ 

news-image
ইরানের ফারজানেহ ফাসিহি ২০২১ ইসলামিক সলিডারিটি গেমসে নারীদের ১০০ মিটার ফাইনালে রৌপ্যপদক জিতেছেন।
তিনি ১১ দশমিক ১২ মিনিট সময় নিয়ে রৌপ্যপদক ঘরে তোলেন। এই বিভাগে বাহরাইনের  ইদিদিয়াঙ ওদিয়ং ১১ দশমিক ০৩ মিনিট সময় নিয়ে স্বর্ণ এবং আইভরি কোস্টের মাবুন্দাও কোনে ১১ দশমিক ১৩ মিনিট সময় নিয়ে ব্রোঞ্জপদক জিতেছেন।
তুরস্কের কোনিয়াতে অনুষ্ঠিত গেমসে ৫৬টি দেশের ৪ হাজারের অধিক ক্রীড়াবিদ অংশগ্রহণ নেন।১৯টি স্পোর্টস এবং চারটি প্যারা স্পোর্টসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ।