ইসলামি বিশ্বের অগ্রদূত ইরানের স্বাস্থ্য ব্যবস্থা
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৩০, ২০১৯

ইরানের স্বাস্থ্য ব্যবস্থা মুসলিম বিশ্বের দেশগুলোর জন্য অগ্রদূত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সমাজকল্যাণ ও দারিদ্র্য বিমোচন বিষয়ক বিশেষ সহকারী সানিয়া নিশতার।
শনিবার ইরানি বার্তা সংস্থা আইআরএনএ কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে স্বাস্থ্যসেবা খাতে ইরান বড় বড় অর্জন করে চলেছে। পাকিস্তান এই ক্ষেত্রে ইরানের উচ্চ সম্ভাবনা এবং সক্ষমতা থেকে সুযোগ-সুবিধা গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে।
ইরান পাকিস্তানের একটি বন্ধু ও প্রতিবেশী রাষ্ট্র। বহু বছর যাবৎ দুদেশ একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে চলেছে।
ইরানের উচ্চশিক্ষা কেন্দ্র, মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং অন্য স্বাস্থ্যসেবা সংগঠনগুলোর কার্যক্রমকে উল্লেখযোগ্য হিসেবে তুলে ধরে সানিয়া নিশতার বলেন, আমরা গবেষণা ও প্রশিক্ষণের ক্ষেত্রে ইরানের সক্ষমতা এবং সম্ভাবনাগুলো কাজে লাগাতে পারি।
এসময় পাকিস্তান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সানিয়া নিশতার ইরানে নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে গৃহীত সিদ্ধান্তগুলোরও প্রশংসা করেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি