মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইসরায়েলের চোখে এবারের ইরানে আল-কুদস দিবস

পোস্ট হয়েছে: মে ১৮, ২০২০ 

news-image

ইসরায়েলি প্রভাবশালী মিডিয়া টাইমস অব ইসরাইল সীমিত আকারে ইরানের এবার আল-কুদস দিবস পালন প্রস্তুতির খবর দিয়ে বলেছে করোনাভাইরাস সত্ত্বেও দেশটি ইসরায়েলের বিরুদ্ধে এ দিবস পালন করতে যাচ্ছে।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের জন্যে স্বল্প ঝুঁকিপূর্ণ দেশটির এমনসব অঞ্চলে দিবসটিতে জুম্মার নামাজে অংশ নিতে পারবেন স্থানীয় বাসিন্দারা তবে কোনো সমাবেশে অংশ নেয়া যাবে না। ইসরায়েলের সঙ্গে কোনো সহযোগিতা আল্লাহর বিরুদ্ধে আইন হিসেবে ঘোষণা করে একটি বিলও পাস করতে যাচ্ছে ইরান। এ বিলে ইরান আঞ্চলিক ও আন্তর্জাতিক সক্ষমতা ইসরায়েলের বিরুদ্ধে কাজে লাগানোর কথা বলেছে। একই সঙ্গে ইসরায়েলি সফ্টওয়্যার ও হার্ডওয়্যার ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে ইরান।