ইরানের ৫২ বিলিয়ন ডলারের তেলবহির্ভূত বাণিজ্য
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৪, ২০২০
চলতি ইরানি বছরের প্রথম নয় মাসে (২০ মার্চ থেকে ২০ ডিসেম্বর) ইরানের তেলবহির্ভূত বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৫২ বিলিয়ন মার্কিন ডলার। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) প্রধান মেহদি মির আশরাফি আইআরআইবিকে এই তথ্য জানান।
উল্লিখিত সময়ে ওজনের দিক দিয়ে ইরানের সর্বমোট ১১০ মিলিয়ন টনের তেলবহির্ভূত পণ্যসামগ্রীর বাণিজ্য হয়েছে। এর মধ্যে ৮৫ দশমিক ২ মিলিয়ন টন রপ্তানি হয়েছে আর আমদানি হয়েছে ২৫ মিলিয়ন টন।
ইরানি এই কর্মকর্তা জানান, বছরের প্রথম নয় মাসে ইরানে মোট ২৬ দশমিক ৮ বিলিয়ন ডলারের তেলবহির্ভূত পণ্য আমদানি হয়েছে। আর দেশটি রপ্তানি করেছে ২৫ দশমিক ১ বিলিয়র ডলারের পণ্য। সূত্র: তেহরান টাইমস।