রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ৪ মাসে তেল-বহির্ভূত বাণিজ্য ৩৫ বিলিয়ন ডলার ছাড়ালো

পোস্ট হয়েছে: আগস্ট ৮, ২০২৩ 

news-image

ইরানের তেলবহির্ভূত বাণিজ্য চলতি ইরানী ক্যালেন্ডার বছরের প্রথম চার মাসে (২১ মার্চ থেকে ২২ জুলাই) ৩৫ দশমিক ৪৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসন (আইআরআইসিএ) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

উল্লেখিত তথ্যের ভিত্তিতে, ইরান উল্লিখিত চার মাসে ১৫ দশমিক ৯০৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ৪৫ দশমিক ৭৫৮ মিলিয়ন টন তেলবহির্ভূত পণ্য রপ্তানি করেছে। এই খবর দিয়েছে আইআরআইবি।

ওই চার মাসে তেল বহির্ভূত পণ্যের রপ্তানি ওজনের দিক থেকে ২৮ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে।

এদিকে, উল্লিখিত সময়ের মধ্যে দেশটিতে ১৯ দশমিক ৫৩৯ বিলিয়ন ডলার মূল্যের প্রায় ১১ দশমিক ৮৪২ মিলিয়ন টন পণ্য আমদানি করা হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় মূল্যের দিক থেকে ১০ দশমিক ৮২ শতাংশ বেশি। সূত্র: তেহরান টাইমস।