শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ২৪ প্রদেশে ৫২৬টি পর্যটন প্রকল্পের উদ্বোধন

পোস্ট হয়েছে: মে ৩০, ২০২১ 

news-image

ইরানের ২৪টি প্রদেশে ২৫ দশমিক ৩৭ ট্রিলিয়ন রিয়াল (৬০৪ বিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে ৫২৬টি পর্যটন প্রকল্পের উদ্বোধন করলেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। বৃহস্পতিবার তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলোর উদ্বোধন করেন।

সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রকল্পগুলোর মধ্যে রয়েছে হোটেল, অ্যাপার্টমেন্ট হোটেল, ইকোলজ ইউনিট ও পল্লি অতিথিশালা। এতে ২ হাজার ৬৯৭ জন মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রুহানি বলেন, দেশব্যাপী হোটেল এবং থাকার বিছানার সংখ্যা ২ লাখ ১৯ হাজার থেকে বেড়ে ৪ লাখ ৬৫ হাজারে দাঁড়িয়েছে। এর অর্থ আমরা আশা করছি, দেশী ও বিদেশী পর্যটনে ব্যাপক প্রবৃদ্ধি হবে। সূত্র: তেহরান টাইমস।