ইরানের সেনাবাহিনীতে যুক্ত হলো ‘আবু মাহদি’ ক্রুজ মিসাইল
পোস্ট হয়েছে: জুলাই ৩১, ২০২৩

ইরানের দেশীয়ভাবে তৈরি ‘আবু মাহদি’ নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র মঙ্গলবার দেশটির সেনাবাহিনী এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবহরে যোগ দিয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি, আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাঙসিরি এবং ইরানের সেনা নৌবাহিনীর ডেপুটি কমান্ডার অ্যাডমিরাল হামজেহ আলী কাভিয়ানির উপস্থিতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আবু মাহদি নেভাল ক্রুজ মিসাইল তৈরি করেছেন অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সামরিক বিশেজ্ঞরা।
২০২০ সালের জানুয়ারির শুরুতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ সন্ত্রাসবিরোধী কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির সাথে শহিদ হন ইরাকের জনপ্রিয় মোবিলাইজেশন ইউনিটের প্রাক্তন উপ-প্রধান আবু মাহদি। তার নামে ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয়েছে।
সূত্র: মেহর নিউজ।