ইরানের ‘সান চিলড্রেন’ অস্কারের প্রতিযোগিতার জন্যে তালিকাভুক্ত
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৪, ২০২১
ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদির নির্মিত ‘সান চিলড্রেন’ এবছরের অস্কার পুরস্কার পেতে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
অস্কার পুরস্কার দিতে দি একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্স এ তালিকা ঘোষণা করেছে ৯টি ক্যাটাগরিতে। এগুলো হচ্ছে ডকুমেন্টারি ফিচার (১৫), ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট (১০), ইন্টারন্যাশনাল ফিচার (১৫), মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল (১০), অরিজিনাল স্কোর (১৫), অরিজিনাল সং (১৫), অ্যানিমেটেড শর্ট ফিল্ম (১০), লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম (১০) এবং ভিজুয়াল ইফেক্ট (১০)। গত ফেব্রুয়ারিতে এ তালিকা চূড়ান্ত করা হয়। আগামী ৫ থেকে ৯ মার্চ অন্যান্য চলচ্চিত্র বাছাইয়ের কাজ শুরু হবে। আগামী ১৫ মার্চ অস্কার মনোনীত চলচ্চিত্রের তালিকা ঘোষণা করা হবে। চলচ্চিত্র প্রদর্শনী শুরু হবে ২৫ শে এপ্রিল। ৯৩টি চলচ্চিত্র থেকে বাছাই করে ইরানের সান চিলড্রেন সহ অন্য ১৪টি ফিচার তালিকাভুক্ত করা হয়েছে।
বাছাইকৃত অন্য চলচ্চিত্রগুলো হচ্ছে ডেমার্কের ‘অ্যানাদার রাউন্ড’, পরিচালক থমাস ভিন্টারবার্গ, হংকংয়ের ডেরেক সাং পরিচালিত ‘বেটার ডেজ’, চেক রিপাবলিকের আগনিজস্কা হল্যান্ড পরিচালিত ‘চার্লাটান’, রোমানিয়ার আলেক্সান্ডার নানাউ পরিচালিত ‘কালেক্টিভ’, রাশিয়ার ‘ডেয়ার কমরেডস’, মেক্সিকোর ফার্নান্ডো ফ্রায়াসের ‘ আই’ম নো লংগার হেয়ার’, নরওয়ের মারিয়া সোদাল পরিচালিত ‘হোপ’, গুয়েতামালার জায়রো বাস্টামান্টি পরিচালিত ‘লা এল লোরোনা’, চিলির মাইতি আলবার্ডি পরিচালিত ‘দি মোল এজেন্ট’, আইভোরি কোস্টের ফিলিপ্পি ল্যাকোটি পরিচালিত ‘নাইট অব দি কিংস’, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার পরিচালক জ্যাসমিলা জাবানিক পরিচালিত ‘কুয়ো ভাদিস, আইদা?’, ফ্রান্সের ফিলিপ্পো মেনেগেট্টি পরিচালিত ‘টু অব আস’, তাইওয়ানের চুং মং-হং পরিচালিত ‘এ সান’ এবং তিউনিসিয়ার কাওদার বেন হানিয়া পরিচালিত ‘দি ম্যান হু সোল্ড হিজ স্কিন’।
মাজিদ মাজিদির সান চিলড্রেন চলচ্চিত্রে ১২ বছরের বালক আলী ও তার তিন বন্ধুর ঘটনা কাহিনী হিসেবে উঠে এসেছে। তারা একসঙ্গে কাজ করে তাদের পরিবারের জন্যে। গ্যারেজে ছোটখাট কাজ করে এবং দ্রুত আয়ের জন্যে কিছু অপরাধের সঙ্গে জড়িত হয়ে পড়ে। কিন্তু পরিবর্তনের পালায় আলী একটি স্কুলে ভর্তি হয় যেটি পরিচালিত করে একটি দাতব্য সংস্থা। ওই স্কুলটিতে পথঘুরে ও শিশু শ্রমিকদের পড়াশুনা করানো হয়। তেহরানে ৩৮তম ফজর ফিল্ম ফেস্টিভালে সান চিলড্রেন সেরা চলচ্চিত্রের পুরস্কার পায়। এছাড়া ৭৭তম ভেনিস ফিল্ম ফেস্টিভালসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সান চিলড্রেন প্রশংসিত হয়েছে। ভেনিসে সান চিলড্রেনের নায়ক রুহুল্লাহ জামানি ও ম্যার্সেলো মাস্ত্রোইয়ানি পুরস্কৃত হন। মেহর নিউজ।