বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের সবচেয়ে বড় সোনার খনিতে মজুদ বেড়েছে

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৫, ২০২৪ 

news-image

ইরানের বৃহত্তম সোনার খনিতে প্রমাণিত মজুদের পরিমাণ বেড়েছে। কর্তৃপক্ষ ইতিমধ্যে মজুদের পরিমাণ সংশোধন করে প্রকাশ করেছে। আশা করা হচ্ছে, উত্তর-পশ্চিম ইরানের এই সোনা খনিটিতে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে। সেই সাথে উল্লেখযোগ্যভাব কর্মসংস্থানও বাড়বে।

জারশোরান খনি কোম্পানির তত্ত্বাবধায়ক সিইও মোহাম্মদ পারভিন শনিবার বলেছেন, সাম্প্রতিক অনুসন্ধান কার্যক্রমের ফলাফলের উপর ভিত্তি করে খনিতে প্রমাণিত স্বর্ণ আকরিক জমার পরিমাণ ২৭ মিলিয়ন মেট্রিক টন (এমটি) থেকে বাড়িয়ে ৪৩ মিলিয়ন মেট্রিক টন করা হয়েছে।

পারভিন বলেন, মজুদ বৃদ্ধির ফলে খনিতে উত্তোলনযোগ্য সোনার পরিমাণ ১১৬ মেট্রিক টনে উন্নীত হয়েছে। একই সাথে খনির আয়ুও ২৫ বছর থেকে বেড়ে দাঁড়াবে ৬৫ বছরে।

তিনি আরো বলেন, এই উন্নয়ন ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশ এবং এর আশেপাশের অঞ্চলে আরও বেশি বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। সূত্র- মেহর নিউজ