মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে পুতিনের গুরুত্বারোপ

পোস্ট হয়েছে: জুলাই ১৫, ২০১৮ 

news-image

ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সাম্প্রতিক সাক্ষাৎকে গঠনমূলক উল্লেখ করে বলেছেন, আঞ্চলিক নানা বিষয়ে ইরানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে প্রেসিডেন্ট পুতিন একমত হয়েছেন। তিনি রাশিয়া সফর শেষে তেহরানে ফিরে একথা জানান।

পর্যবেক্ষকরা বলছেন, সিরিয়াসহ আঞ্চলিক নানা ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখতে রুশ প্রেসিডেন্টের আগ্রহ প্রকাশ ইরান-রাশিয়া সুসম্পর্কের ইঙ্গিত বহন করে। বিশেষ করে সিরিয়ায় দায়েশ সন্ত্রাসীদের মোকাবেলায় ইরান ও রাশিয়ার সাফল্য এ সহযোগিতার গুরুত্বকে বাড়িয়ে দিয়েছে। এ সাফল্যের কারণেই সিরিয়া ও এর আশেপাশে স্থিতিশীলতা ফিরে এসেছে।

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি গত বৃহস্পতিবার মস্কো সফরকালে দু’দেশের সহযোগিতার নানা দিক তুলে ধরেন। সিরিয়ায় সন্ত্রাসীদের মোকাবেলা করা ও শান্তি ফিরিয়ে আনতে সেদেশে ইরান ও রাশিয়ার উপস্থিতি জরুরি এ কথা উল্লেখ করে আলী আকবর বেলায়েতি বলেন, এই দুই দেশ যদি সিরিয়া থেকে সরে আসে তাহলে সন্ত্রাসীরা আবারো ওই দেশটি দখল করে নেবে।-পার্সটুডে ।