সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বাড়াতে বাংলাদেশের আগ্রহ প্রকাশ

পোস্ট হয়েছে: আগস্ট ২৭, ২০১৭ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। তেহরানে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সেলর মোহাম্মাদ সবুর হোসেন ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, ইরান ও বাংলাদেশের মধ্যে যৌথ কমিটি গঠনের মাধ্যমে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাড়ানোর পদক্ষেপ নেয়া যেতে পারে।

বৈঠকে বুশেহরের অর্থনীতি ও প্রাকৃতিক সম্পদ উন্নয়ন বিষয়ক ডেপুটি গভর্নর সাঈদ জাররিনফার বলেন, ইরান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে বুশেহর প্রদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

জাররিনফার আরো বলেন, ইরানের বুশেহর প্রদেশে রয়েছে ৬০ লাখ খোরমা গাছ। কাজেই ইরানে উৎপাদিত খোরমা সাশ্রয়ী দামে বাংলাদেশে রপ্তানির ক্ষেত্রে বুশেহর প্রদেশ অনন্য ভূমিকা রাখ পারে।

বুশেহর প্রদেশের ডেপুটি গভর্নর বলেন, ইরান ও বাংলাদেশ যদি বাণিজ্যিক লেনদেন ও পরস্পরের দেশে পুঁজি বিনিয়োগের লক্ষ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময় করে তাহলে  দু’দেশের মধ্যকার সম্পর্ক আরো শক্তিশালী হবে।

২০১৬ সালে ইরান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ছিল ১০ কোটি ডলার। বৈঠকে দু’দেশের কর্মকর্তারা বাণিজ্যিক লেনদেনের এই পরিমাণকে কয়েকগুণ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

– পার্সটুডে।