ইরানের সংসদের স্পিকার হিসেবে আলী লারিজানি পুনরায় নির্বাচিত
পোস্ট হয়েছে: মে ৩০, ২০১৬
ইরানের সংসদ মজলিশে শুরার স্পিকার হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ড. আলী লারিজানি। রোববার ইরানের সংসদের স্পিকার নির্বাচন করা হয়। ড. লারিজনি ১৭৩ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রেজা আরেফ ১০৩ ভোট পেয়েছেন। ভোট গ্রহণ রাষ্ট্রীয় বেতারে সরাসরি সম্প্রচারিত হয়।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর বাণী পাঠ এবং প্রেসিডেন্ট ড. হাসান রুহানির ভাষণের মধ্যদিয়ে শনিবার নতুন সংসদের অধিবেশন শুরু হয়। এ ছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলিও বক্তব্য রাখেন। এরপরই নবনির্বাচিত সংসদ সদস্যরা আল্লাহর নামে শপথ নেন। সূত্র: প্রেস টিভি