মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের রেজিস্টেন্স চলচ্চিত্র উৎসবে ১০ হাজার সিনেমা জমা

পোস্ট হয়েছে: অক্টোবর ২৯, ২০২০ 

news-image

ইরানে অনুষ্ঠিত হতে যাওয়া ষোড়শ রেজিস্টেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিভিন্ন বিভাগে এ পর্যন্ত ১০ হাজার সিনেমা জমা পড়েছে। উৎসবের জনসংযোগ ও তথ্য কেন্দ্র এই তথ্য জানায়। উৎসবের দ্বিতীয় পর্বে চলচ্চিত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ২১ অক্টোবর।

আন্তর্জাতিক এই উৎসবে দাখিল করা চলচ্চিত্রগুলোর মধ্যে ‘ন্যারেশন পেন’ বিভাগে ৬৩৬টি, ‘রেজিস্টেন্স প্রমিনেন্ট মারটায়ার’ বিভাগে ৭৬৮টি, ‘মেইন কমপিটিশন’ বিভাগে ৪ হাজার ৭২টি, বাসিজি ফিল্মমেকার বিভাগে ২ হাজার ৯শ টি এবং রিসার্চার্স ও অ্যানালাইসিস বিভাগে ১২১টি চলচ্চিত্র দাখিল করা হয়েছে।

মাহদি আজিমি মিরাবাদির সভাপতিত্বে ষোড়শ রেজিস্টেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৭ নভেম্বর। সূত্র: মেহর নিউজ এজেন্সি।