ইরানের যে আট মসজিদ পেল জাতীয় ঐতিহ্যের মর্যাদা
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২১

পশ্চিম ইরানের সাংস্কৃতিক ভূদৃশ্য উরামান অঞ্চলের বিভিন্ন গ্রামের মোট আটটি ঐতিহাসিক মসজিদকে জাতীয় ঐতিহ্যের মর্যাদা দেয়া হয়েছে। প্রাচীন ধর্মীয় স্থাপনাগুলোর যথাযথ সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য সম্প্রতি জাতীয় ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়।
ইরানের মর্যাদাপূর্ণ এই তালিকায় স্থান পাওয়া মসজিদগুলো হলো- দুলাব গ্রামের মোহাম্মাদি ওলিয়া ও মোহাম্মাদি সোফলা মসজিদ, পালাঙ্গানের মোহাম্মাদ রাসুল আল্লাহ ও জামে মসজিদ, তানগিভারের আব্দুল্লাহ ওমর মসজিদ, গালিনের পির ওমর মসজিদ, তা’ এর আব্দুল্লাহ ইবনে ওমর মসজিদ এবং বুজলানেহ গ্রামের ঐতিহাসিক মসজিদ।
মসজিদগুলো বিভিন্ন ঐতিহাসিক সময়ে নির্মাণ করা হয়। এর মধ্যে প্রাচীনতম মসজিদটি গড়ে ওঠে ইলখানি যুগে (১২৫৬ থেকে ১৩৫৩)। অন্যান্য মসজিদ সাফাভি যুগ (১৫০১ থেকে ১৭৩৬) ও কাজার যুগের (১৭৮৯ থেকে ১৯২৫) বিভিন্ন সময় নির্মাণ করা হয়। সূত্র: তেহরান টাইমস।