শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের মিনাব শহরে আম এবং চামেলি ফুলের উৎসব

পোস্ট হয়েছে: জুলাই ২৮, ২০১৯ 

news-image

ইরানের হরমুজগান প্রদেশের মিনাব শহরে অনুষ্ঠিত হলো আম এবং চামেলি ফুলের উৎসব হয়ে গেল কয়েক দিন আগে।

আম নিয়ে উৎসব শোভাযাত্রার একাংশ

আমের ব্যাপক ফলনের জন্য খোদার দরবারে শোকরগুজারি করাই ছিল এ ঐতিহ্যবাহী উৎসবের উদ্দেশ্য।

এখানে সে উৎসবের কিছু ছবি তুলে দেয়া হলো। ছবিগুলো তুলেছেন ইরানের মেহর নিউজের আলোকচিত্রী রাহবার এমামদাদি।