ইরানের মিনাব শহরে আম এবং চামেলি ফুলের উৎসব
পোস্ট হয়েছে: জুলাই ২৮, ২০১৯
ইরানের হরমুজগান প্রদেশের মিনাব শহরে অনুষ্ঠিত হলো আম এবং চামেলি ফুলের উৎসব হয়ে গেল কয়েক দিন আগে।
আমের ব্যাপক ফলনের জন্য খোদার দরবারে শোকরগুজারি করাই ছিল এ ঐতিহ্যবাহী উৎসবের উদ্দেশ্য।
এখানে সে উৎসবের কিছু ছবি তুলে দেয়া হলো। ছবিগুলো তুলেছেন ইরানের মেহর নিউজের আলোকচিত্রী রাহবার এমামদাদি।