ইরানের মায়াবি ও আকর্ষণীয় শহর ইস্ফাহান
পোস্ট হয়েছে: মার্চ ৩০, ২০১৭

বলা হয়ে থাকে, পৃথিবীর অর্ধেক সৌন্দর্যের দেশ ইরান। অনেকে আবার বলে থাকেন, ইরানের ইসফাহান শহর দেখলেই যেন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেখা হয়ে যায়। যেমনটি ফারসিতে বলা হয়ে থাকে ‘শাহরে ইসফাহান, নেসফে জাহান। তাই তো পর্যটকদের কাছে আকর্ষনের কেন্দ্রে রয়েছে এই শহর।
ঐতিহ্যবাহী মাজার, স্মৃতি সৌধ ও নয়নাভিরাম বাগান ইস্ফাহানকে ইরানের যেকোন শহর থেকে আলাদা বৈশিষ্টের অধিকারি করেছে।অনেক চিত্র শিল্পী ইস্ফাহান ভ্রমণ করেন তার পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্যে। ঐতিহ্যবাহী যাদুঘরগুলো এখনো সংস্কৃতির বাতিঘর হয়ে আছে।
ইতিহাস খ্যাত বাজারগুলোর মধ্যে দিয়ে পর্যটকরা হেঁটে যেতে দারুণ পছন্দ করেন। নানা ধরনের সেতু ও সাঁকো সহজেই নজর কাড়ে ভ্রমণপিয়াসু মানুষের। তেহরান টাইমস