ইরানের মাসিক রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ
পোস্ট হয়েছে: অক্টোবর ১৯, ২০২১

চলতি বছরের ২২ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর এক মাসে ইরানের রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ। আগের মাসের তুলনায় মূল্যের দিক দিয়ে এই রপ্তানি বেড়েছে।
শনিবার ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) কর্মকর্তা রুহুল্লাহ লাতিফি এই তথ্য জানান।
তিনি জানান, সেপ্টেম্বরে ইরানের বাণিজ্য ঘাটতি হয়েছে ২ দশমিক ৩৪৫ বিলিয়ন মার্কিন ডলার। এই মাসে দেশটির মোট রপ্তানি হয়েছে ৪ দশমিক ১৪৫ বিলিয়ন মার্কিন ডলার ও আমদানি হয়েছে ৬ দশমিক ৪৯০ বিলিয়ন ডলারের। আইআরআইসিএ এর প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
লাতিফি বলেন, মূল্যের দিক দিয়ে সেপ্টেম্বরে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি বেড়েছে ৫৬ শতাংশ। এই সময়ে ইরানের প্রধান রপ্তানি গন্তব্য ছিল তুরস্ক। প্রতিবেশী দেশটিতে মোট ১ দশমিক ২০২ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি হয়েছে যা আগের মাসের তুলনায় ওজনের দিক দিয়ে ১০ গুন ও মূল্যের দিক দিয়ে ৫ গুণ বেশি। সূত্র: তাসনিম নিউজ।