ইরানের মাইনিং ও মিনারেল কোম্পানির বিক্রয় বেড়েছে ৭১ শতাংশ
পোস্ট হয়েছে: মার্চ ৫, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/03/3399753.jpg)
চলতি ইরানি বছরের প্রথম ১১ মাসে (২১ মার্চ ২০১৯ থেকে ২০ ফেব্রুয়ারি ২০২০) ইরানের বড় বড় ৭৩টি মাইনিং ও মিনারেল কোম্পানির বিক্রয় বেড়েছে ৭১ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় এই বিক্রয় প্রবৃদ্ধি হয়েছে। তেহরান স্টক মার্কেটের সূচকে এই চিত্র দেখা গেছে।
ইরানি মাস বাহমানে (২০ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি ২০২০) ইরানের খনি ও মাইনিং কোম্পানিগুলো বিক্রয়ের পরিমাণ রেকর্ড পরিমাণে বেড়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় ওই সময়ে বিক্রয় বেড়েছে ৩৮ শতাংশ।
প্রতিবেদন মতে, গত ইরানি বছরে (যা ২০ মার্চ ২০১৯ এ শেষ হয়) মাইনিং ও মিনারেল খাত থেকে রপ্তানি আয় হয় ৯ দশমিক ২ বিলিয়ন ডলার। ইরানের শিল্প মন্ত্রণালয়ের পরিসংখ্যান মতে, মাইনিং ও মিনারেল খাতে বছরে ২০ থেকে ২২ বিলিয়ন ডলারের উৎপাদন হয়ে থাকে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।