শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ভোজ্য ফুল ও উদ্ভিদ রপ্তানি থেকে আয় ৪৯ মিলিয়ন ডলার

পোস্ট হয়েছে: জুলাই ১৮, ২০২১ 

news-image

চলতি ফারসি বছরের প্রথম তিন মাসে ইরান থেকে বিভিন্ন দেশে ৪৯ মিলিয়ন ডলারের ভোজ্য ফুল ও উদ্ভিদ রপ্তানি হয়েছে। ইরান রপ্তানি উন্নয়ন কেন্দ্রের (টিপিওআই) সমন্বয় দপ্তরের মহাপরিচালক মাহমুদ বাজারি বুধবার এই তথ্য জানান। ‘

তিনি জানান, ইসলামি প্রজাতন্ত্র ইরান বছরের প্রথম তিন মাসে (২১ মার্চ থেকে ২১ জুন ২০২১) ২৯ হাজার টন ঔষধি, ভোজ্য, অলঙ্কৃত ও শিল্প ফুল এবং গাছপালা রপ্তানি করেছে। এসব ভোজ্য ফুল ও উদ্ভিদ পণ্যের মধ্যে কেবল জাফরান রপ্তানি হয়েছে ৫২ টন। যার মূল্য ২৬ মিলিয়ন মার্কিন ডলার।

বাজারি জানান, এসব পণ্যের জন্য ইরানের গুরুত্বপূর্ণ টার্গেট বাজার হচ্ছে চীন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), স্পেন, পাকিস্তান, ইরাক ও জার্মানি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।