বৃহস্পতিবার, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের বিমানবাহিনীতে যুক্ত হলো রাশিয়ার উন্নত ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৫, ২০২৩ 

news-image

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনীতে যুক্ত হয়েছে রাশিয়ায় নির্মিত ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান। এই বিমানে চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের বৈশিষ্ট্য রয়েছে।

ইরানের কয়েকটি বার্তা সংস্থা বিমানের একটি ছবি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমানবাহিনীর লোগো আঁকা রয়েছে এবং বিমানটি হ্যাঙ্গারে দাঁড়িয়ে আছে।

ইয়াক-১৩০ বিমানটি রাশিয়া এবং ইতালির একটি বিমান নির্মাণ কোম্পানি যৌথভাবে তৈরি করেছে। ২ আসন বিশিষ্ট এই বিমান প্রশিক্ষণের কাজে যেমন ব্যবহার করা যায়, তেমনি হালকা যুদ্ধেও ব্যবহার করা চলে।

২০১০ সাল থেকে রাশিয়ার বিমানবাহিনী এই প্রশিক্ষণ বিমান ব্যবহার করে আসছে। এর পাশাপাশি আলজেরিয়া, বাংলাদেশ, বেলারুশ, মিয়ানমার এবং লাওস এই বিমান ব্যবহার করছে। বিমানটি মোট তিন হাজার কেজি যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম। ইয়াক-১৩০ বিমানটি ওয়ান মাক গতিতে চলতে পারে এবং ১২,৫০০ মিটার বা ৪১ হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম। পার্সটুডে/