ইরানের বার্ষিক পেট্রোপণ্য রপ্তানি ১৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
পোস্ট হয়েছে: মে ২২, ২০২২

ইরান বিগত ইরানি ক্যালেন্ডার বছর ১৪০০ (২০ মার্চ ২০২১ থেকে ২১ মার্চ ২০২২) সালে ১৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানি করেছে।
দেশটির ন্যাশনাল পেট্রোকেমিক্যাল কোম্পানির (এনপিসি) ব্যবস্থাপনা পরিচালক মোর্তেজা শাহমিরজাই এই তথ্য জানান। সোমবার ইরানের ২৬তম আন্তর্জাতিক তেল, গ্যাস, পরিশোধন ও পেট্রোকেমিক্যাল প্রদর্শনী (ইরান অয়েল শো ২০২২) এর ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। ইরানি এই কর্মকর্তা আরও জানান, পেট্রোকেমিক্যাল শিল্প ইরানের তেলবহির্ভূত অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ পেট্রোকেমিক্যাল রপ্তানি অপরিশোধিত তেলের পরে দেশের দ্বিতীয় বৃহত্তম আয়ের উৎস। পেট্রোকেমিক্যাল রপ্তানির পরিমাণ ইতোমধ্যে দেশের তেল বহির্ভূত রপ্তানির প্রায় ৩৩ শতাংশ। সূত্র: তেহরান টাইমস।