শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের প্রেসিডেন্টের ইরাক সফর: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে নয়া অধ্যায়ের সূচনা

পোস্ট হয়েছে: মার্চ ১৪, ২০১৯ 

news-image

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির তিন দিনের ইরাক সফর গতকাল শেষ হয়েছে। ইরান ও ইরাক এক যৌথ বিবৃতিতে সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট রুহানির এ সফর থেকে দু’দেশের সম্পর্কের গভীরতা ফুটে উঠেছে এবং তা সহযোগিতা বিস্তারে নয়া অধ্যায়ের সূচনা করেছে।

ইরানের প্রেসিডেন্টের ইরাক সফরকালে দু’দেশের কর্মকর্তাদের মধ্যে তেল, বাণিজ্য, স্বাস্থ্য, পরিবহন, রেল যোগাযোগ এবং ব্যবসায়ী ও পুঁজিবিনিয়োগকারীদের ভিসা প্রদান সহজকরণ বিষয়ে চুক্তি হয়েছে। এ ছাড়া, দু’দেশের মধ্যে নতুন নতুন সীমান্ত পারাপার বা ক্রসিং পয়েন্ট নির্মাণ, যৌথ শিল্প উপশহর তৈরি, আন্তর্জাতিক সীমান্ত এলাকায় পণ্য খালাস ছাড়াই দু’দেশের মধ্যে একবারে পণ্য আনা নেয়ার ব্যবস্থা করার বিষয়েও সমঝোতা হয়েছে।

ইরানের রাজনৈতিক বিশ্লেষক হাসান হানি যাদেহ বলেছেন, বহু বিষয়ে দু’দেশের মধ্যে মিল রয়েছে এবং ইরাকের ভেতরে কিছু মহলের আপত্তি সত্ত্বেও দু’দেশের সরকার বাণিজ্য বিনিময়ের পরিমাণ ১২শ’ কোটি ডলার থেকে বাড়িয়ে ২০০০ কোটি ডলারে উন্নিত করার পদক্ষেপ নিয়েছে।- পার্সটুডে।