ইরানের প্রযুক্তিগত ও প্রকৌশলসেবা রপ্তানি বেড়েছে ৮০ শতাংশ
পোস্ট হয়েছে: জানুয়ারি ৪, ২০১৮

চলতি ইরানি বছরের প্রথম আট মাসে ইরানের প্রযুক্তি ও প্রকৌশল সেবা রপ্তানির পরিমাণ বেড়েছে ৮০ শতাংশ। ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার (টিপিও) এক ব্যবস্থাপনা পরিচালক এই তথ্য জানিয়েছেন। মঙ্গলবার এই খবর প্রকাশ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার মাধ্যম আইআরআইবি।
টিপিও এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ এসকান্দারি বলেন, বছরের প্রথম ৮ মাসে ইরান থেকে ৫৫৪ মিলিয়ন মার্কিন ডলারের প্রযুক্তি ও প্রকৌশল সেবা রপ্তানি হয়েছে। অর্থাৎ আগের বছরের একই সময়ে তুলনায় এ সময়ে রপ্তানি বেড়েছে ৮০ শতাংশ। আগের বছরের প্রথম ৮ মাসে এ রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছিল ৩০৮ মিলিয়ন মার্কিন ডলার।
এসকান্দারি এর আগে জানিয়েছিলেন, চলতি ইরানি বছরের প্রথমার্ধে ইরানি কোম্পানিগুলো ৪৬৫ মিলিয়ন ডলারের প্রযুক্তিগত ও প্রকৌশল সেবা রপ্তানির চুক্তি সই করেছে। গত ইরানি বছরে প্রযুক্তিগত ও প্রকৌশল সেবা রপ্তানি করে ইরান মোট ৪৬০ মিলিয়ন ডলার আয় করেছে বলে জানান ইরানি এই কর্মকর্তা জানান।
সূত্র: তেহরান টাইমস।