শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের প্রযুক্তি-প্রকৌশল সেবা রপ্তানি বেড়েছে ৪১ শতাংশ

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৯, ২০২২ 

news-image

চলতি ইরানি বছরের প্রথম চার মাসে ইরান থেকে বিভিন্ন দেশে মোট ২৬০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের প্রকৌশল ও প্রযুক্তিগত সেবা রপ্তানি হয়েছে। দেশটির শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র  ওমিদ কালিবাফ এই তথ্য জানিয়েছেন।তিনি জানান, চলতি ইরানি বছরের প্রথম চার মাসে (২১ মার্চ থেকে ২২ জুলাই) ইরান থেকে মোট ২৬০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের প্রকৌশল ও প্রযুক্তিগত পরিষেবা রপ্তানি করা হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা ৪১ শতাংশ বেশি।২০২১-২২ অর্থবছরে মোট ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তিগত পরিষেবা রপ্তানি হয় ২ দশমিক ৩ বিলিয়ন ডলার মূল্যের। আগের বছরের তুলনায় রপ্তানি বৃদ্ধি পায় ৩৬৭ শতাংশ। খবর আইআরআইবিরফিনাসিয়াল ট্রিবিউন এক প্রতিবেদনে বলেছে, “বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, বিদ্যুৎ সঞ্চালন, শোধনাগার নির্মাণ এবং সিমেন্ট-সম্পর্কিত শিল্পের ক্ষেত্রে ইরানের প্রকৌশল এবং প্রযুক্তিগত পরিষেবা সংস্থাগুলির জন্য বিপুল সম্ভাবনা রয়েছে।’’ সূত্র: মেহর নিউজ।