বৃহস্পতিবার, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের প্রতিবেশী দেশগুলোতে বিদ্যুৎ রপ্তানি বেড়েছে ২৭ শতাংশ

পোস্ট হয়েছে: মে ২০, ২০২০ 

news-image

প্রতিবেশী দেশগুলোতে  গত ফারসি বছরে (২১ মার্চ ২০১৯ থেকে ২০ মার্চ ২০২০) ইরানের বিদ্যুৎ রপ্তানির পরিমাণ বেড়েছে ২৭ দশমিক ৬ শতাংশ। আগের বছরের তুলনায় গত বছর এই রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে।

গতবছর ইরান প্রতিবেশী দেশগুলোতে ৮ বিলিয়ন কিলোওয়াট/ঘণ্টা এর অধিক বিদ্যুৎ রপ্তানি করেছে। গেল বছর ইরানের বিদ্যুৎ আমদানির চেয়ে রপ্তানি ৬ গুন বেশি হয়েছে।

ইরান গতবছর আরমেনিয়া, আজারবাইজান, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক ও নাখিচেভান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রসহ প্রতেবশী দেশগুলোতে বিদ্যুৎ রপ্তানি করেছে। এসব দেশে গত বছর সর্বমোট ৮ দশমিক ৩১ বিলিয়ন কিলোওয়াট/ঘণ্টা বিদ্যুৎ রপ্তানি হয়েছে। আগের বছরের তুলনায় ১ দশমিক ৭৩৬ বিলিয়ন কিলোওয়াট/ঘণ্টা বিদ্যুৎ বেশি রপ্তানি হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।