ইরানের ন্যানোপণ্য আমদানিতে আগ্রহী ৪২ দেশ
পোস্ট হয়েছে: অক্টোবর ২৬, ২০২১
ইরানের ন্যানো পণ্য আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের ৪১টি দেশ। দেশটির ন্যানো পণ্যের প্রধান গন্তব্য হচ্ছে ইরাক, তুরস্ক ও আফগানিস্তান। ইরান ন্যানোটেকনোলজি ইনিশিয়াটিভ কাউন্সিল (আইএনআইসি) থেকে এসব তথ্য জানা গেছে।
আইএনআইসির এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলো থেকে ৪১ টি দেশ ন্যানোপ্রযুক্তি পণ্য আমদানি করতে চায়। ইরানি ন্যানোপণ্যের সর্ববৃহত অংশ ইরাক, তুরস্ক ও আফগানিস্তানে রপ্তানি হয়। প্রতিটি দেশে প্রায় ৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়।
সাম্প্রতিক বছরগুলোতে আইএনআইসি ইরানের ন্যানো রপ্তানি সম্প্রসারণের জন্য কিছু পদক্ষেপ নেয়। এসব পদক্ষেপ দেশটির ন্যানোপণ্যকে বৈশ্বিক বাজারে প্রবেশ করার পথ প্রশস্ত করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।