শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের তৈরি হলো সেরা ইসলামি কম্পিউটার গেম

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২০, ২০২০ 

news-image

‘অ্যাম্বাসেডর অব লাভ’ তথা ভালোবাসার দূত নামে একটি অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেম তৈরি করলো ইরানের ইসলামিক রেভ্যুলুশন সেন্টার ফর ডিজিটাল প্রোডাক্ট অ্যান্ড পাবলিকেশন মাটনা। গেমটির প্রযোজকরা এটিকে সবচেয়ে বড় ইরানি-ইসলামি কম্পিউটার গেম প্রকল্প হিসেবে অভিহিত করেছেন।

মঙ্গলবার মাটনা প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে মেহদি জাফরি জোজানি বলেন, গেমারদের চাহিদা পূরণ করতে দেশের তরুণ দক্ষ গেম নির্মাতারা বৃহত্তম এই ইরানি-ইসলামি কম্পিউটার গেম প্রকল্পটির কাজ সম্পন্ন করেছে।

থার্ড পারসন অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেম ‘অ্যাম্বাসেডর অব লাভ’ শুরু হয়েছে ইমাম হুসাইনের (আ.) দূত মুসলিম ইবনে আকিল আল হাশিমির (আ.) কুফায় আগমন দিয়ে। আশুরা বিদ্রোহের কয়েক দিন আগে তিনি কুফায় আগমন করেন। ৬৮০ খ্রিস্টাব্দের এই ঘটনায় ইমাম ও তার সঙ্গী-সাথিরা শাহাদাত বরণ করেন। সূত্র: তেহরান টাইমস।