সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের তেলবহির্ভূত বাণিজ্য ৪৪ বিলিয়ন ডলার ছাড়াল

পোস্ট হয়েছে: নভেম্বর ২৪, ২০২০ 

news-image

চলতি ইরানি বছরের প্রথম আট মাসে (২০ মার্চ থেকে ২০ নভেম্বর) ইরানের তেলবহির্ভূত রপ্তানি ৪৪ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) প্রধান মেহদি মিরআশরাফি এই তথ্য জানান।

উল্লিখিত আট মাসে ইরান ২৩ দশমিক ১ বিলিয়ন ডলারের মালামাল আমদানি করেছে। অন্যদিকে রপ্তানি করেছে ২১ দশমিক ৫ বিলিয়ন ডলারের। আইআরআইবি এই খবর দিয়েছে।

বছরের প্রথম আট মাসে ইরানের মোট ৯৭ দশমিক ৭ মিলিয়ন টনের বাণিজ্য হয়েছে। এর মধ্যে রপ্তানি হয়েছে ৭৫ মিলিয়ন টনের অধিক। আর আমদানি হয়েছে ২১ দশমিক ৮ মিলিয়ন টন মালামাল। সূত্র: তেহরান টাইমস।