ইরানের তেলবহির্ভুত রপ্তানি বেড়েছে ৪৩ শতাংশ
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১২, ২০২০

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকার চাপিয়ে দেয়া অবরোধ সত্বেও দেশটির তেল-বহির্ভূত রপ্তানি বেড়েছে ৪৩ শতাংশ। সাত বছরের আগের তুলনায় ইরানের তেল-বহির্ভূত পণ্য সামগ্রীর এই রপ্তানি বেড়েছে।
বৈশ্বিক বাজারে ইরানি পণ্যসামগ্রীর পরিচয় করানোর একটি উপায় হচ্ছে ভালো রপ্তানি। মার্কিন অবরোধ সত্বেও ৪০ বছর পর পরিমাণের দিক দিয়ে ইরানের তেল-বহির্ভূত পণ্য সামগ্রীর রপ্তানি রেকর্ড ভেঙেছে।
পরিসংখ্যান মতে, গত ইরানি বছর (২১ মার্চ ২০১৯ থেকে ২০ মার্চ ২০২০) দেশটি থেকে ১৩৪ মিলিয়ন টন পণ্য রপ্তানি হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৩ শতাংশ বেশি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।