ইরানের তেল রপ্তানিকে পেছনে ফেলল তেলবহির্ভূত রাজস্ব
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৩, ২০১৯

ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেল রপ্তানির আয়কে পেছনে ফেলল দেশটির তেলবহির্ভূত রাজস্ব। ইরানি পার্লামেন্টের শিল্প ও খনি কমিশনের মুখপাত্র ভালি মালেকি এই তথ্য জানিয়েছেন।
ইরানি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সিকে তিনি বলেন, ইরান বছরে পেট্রোকেমিক্যাল ও খনিজ পণ্য রপ্তানি করে ২৩ বিলিয়ন মার্কিন ডলার আয় করে। তেলবহির্ভূত এই রাজস্ব দেশটির তেল রপ্তানির সর্বোত্তম বিকল্প হতে পারে।
ইসলামি বিপ্লবের পর বিগত ৪০ বছরে ইরান যেসব অর্জন করেছে সেসব বিষয় উল্লেখ করে তিনি বলেন, পেট্রোকেমিক্যাল খাতের মতো প্রধান প্রধান কিছু শিল্প ওই সময়ে তাৎপর্যপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। পেট্রোকেমিক্যাল খাত থেকে বছরে ১৩ বিলিয়ন মার্কিন ডলারের রাজস্ব আয় হয়ে থাকে।
মালেকি আরও জানান, খনি শিল্প থেকে ইরান ১০ বিলিয়ন ডলারের রাজস্ব আয় করে। রাজস্ব আয়ের এই পরিমাণ যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, এই খাতের রাজস্বের তেল রপ্তানি আয়ের স্থান দখল করা সম্ভব।
‘‘শত্রুরা জানে ইরানের শিল্প কল-কারখানার উন্নতি হলে তেল রপ্তানির প্রয়োজন কমে যাবে। তাই তারা দেশ যাতে এই পথে এগিয়ে যেতে না পারে তাই প্রতিবন্ধকতা সৃষ্টি করছে’’, বলেন মালেকি। মেহর নিউজ।