মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের জ্বালানি তেল রফতানির মাত্রা ২২ লাখ ব্যারেল স্পর্শ করল

পোস্ট হয়েছে: মার্চ ২৩, ২০১৬ 

news-image

ইরান বলেছে, অপরিশোধিত জ্বালানি তেল রফতানির মাত্রা এরই মধ্যে দৈনিক ২২ লাখ ব্যারেল স্পর্শ করেছে। একে নিষেধাজ্ঞা পরবর্তী ইরানের শিল্প খাতের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গগিরি বলেছেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাত্র দুই মাসের মধ্যেই দৈনিক ৯ লাখ ব্যারেল তেল উত্তোলন বাড়িয়েছে ইরান। তিনি সাংবাদিকদের বলেন, গত বছরের ২১ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ইরান দৈনিক ১৩ লাখ ব্যরেল তেল রফতানি করছে। কিন্তু নিষেধাজ্ঞা প্রত্যাহারের দুই মাসের মধ্যেই ২২ লাখ ব্যারেল তেল রফতানি করা গেছে।

অবশ্য গত শনিবার ব্লুমবার্গের দেয়া পরিসংখ্যানে দেখা গেছে, জানুয়ারি মাসেই ইরানের তেল উৎপাদনের মাত্রা ৩৩ লাখ ৭০ ব্যারেলে পৌঁছেছে। ২০১৪ সালে ফেব্রুয়ারির পর এটাই ইরানের সর্বোচ্চ তেল উৎপাদন।

সূত্র: আইআরআইবি