ইরানের জাঞ্জানে ৪০টি ঐতিহাসিক নিদর্শন পুনরুদ্ধার
পোস্ট হয়েছে: মে ২৬, ২০২০
গত ফারসি বছর ১৩৯৮ সালে (২০ মার্চ ২০১৯ থেকে ২১ মার্চ ২০২০) ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় জাঞ্জান প্রদেশে ৪০টি ঐতিহাসিক ভবন ও কাঠামো পুনরুদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ইরানের পর্যটন সংস্থার প্রাদেশিক প্রধান আমির আরজমান্দ এই তথ্য জানিয়েছেন।
পুনরুদ্ধার করা স্থাপনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- গনবাদ-ই সোলতানিয়েহ, জাঞ্জানের ঐতিহাসিক বাজার, চেহেল সোতুন মসজিদ, হাকিমিয়ান ম্যানশন এবং সাইয়েদ মোহাম্মদ ব্রিজ।
আরজমান্দ জানান, ইরানের জাতীয় ঐতিহ্যের তালিকায় জাঞ্জান প্রদেশের ৮৪০টির অধিক ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থান রয়েছে। এসব স্থানের মধ্যে ওলজাইতুর সমাধি (যা গনবাদ-ই সোলতানিয়েহ হিসেবে পরিচিত) জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। প্রদেশের সবচেয়ে বেশি পর্যটক টানে দর্শনীয় এই স্থানটি। সূত্র: তেহরান টাইমস।