ইরানের গ্রিনহাউজ টমেটো উৎপাদন ৩.৩৩ লাখ টন ছাড়াবে
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৪, ২০১৯

চলতি ইরানি বছরের শেষ নাগাদ (১৯ মার্চ ২০২০) ইরানের গ্রিনহাউজ টমেটো উৎপাদনের পরিমাণ ৩ লাখ ৩৩ হাজার ৮৮৩ টন ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে। ইরানের কৃষি মন্ত্রণালয়ের গ্রিনহাউজ, ভেষজ উদ্ভিদ এবং ভোজ্য মাশরুম ব্যুরোর মহাপরিচালক গোলামরেজা তাকাভি এই তথ্য জানান।
তিনি জানান, গত বছর (মার্চ ২০১৮ মার্চ ২০১৯) ইরানে ১২শ হেক্টর জমিতে ৩ লাখ ৩৩ হাজার টনের অধিক গ্রিনহাউজ টমেটো উৎপাদন হয়।
ইরানি বার্তা সংস্থা আইআরএনএ-কে তিনি বলেন, ইরানে বছরে সব ধরনের টমেটো উৎপাদনের মোট পরিমাণ ৫৬ লাখ টন ছাড়িয়েছে। এর মধ্যে গ্রিনহাউজ টমেটো উৎপাদন হয় ৬ শতাংশ। সূত্র: ফিনানসিয়াল ট্রিবিউন।