বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের গিলানে বিদেশি পর্যটক বেড়েছে ১০শতাংশ

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১, ২০১৯ 

news-image

ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলানে বিদেশি পর্যটক আগমনের হার ১০ শতাংশ বেড়েছে। চলতি ইরানি বছরের শুরু থেকে এ পর্যন্ত আগের বছরের একই সময়ের তুলনায় এই পর্যটক বেড়েছে।

চলতি ইরানি বছরের শুরু থেকে ২২ আগস্ট পর্যন্ত গিলানের বিভিন্ন হোটেল ও রিসোর্টে প্রায় ২৬ হাজার বিদেশি পর্যটক সময় কাটিয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি। ইরানের পর্যটন সংস্থার প্রাদেশিক অফিসের প্রধান শাহরুদ আমিরেনতেখাবির বরাত দিয়ে বুধবার ইরানি সংবাদ সংস্থা ইসনা এই তথ্য দিয়েছে। 

ক্যাস্পিয়ান সাগর বেষ্টিত গিলান প্রদেশের উত্তরে আযারবাইজান প্রজাতন্ত্র অবস্থিত। সুদূর অতীতে সপ্তম শতাব্দী অবধি এখানে ধারাবাহিকভাবে আখেমেনিড, সেলিউসিড, পার্থিয়ান এবং সাসানি সাম্রাজ্যের শাসন কায়েম ছিল। যে কারণে সেখানে এসব সাম্রাজ্যের প্রভাব রয়েছে।  

পর্যটন মন্ত্রণালয়ের তথ্যমতে, বসন্তকালে ইরানে রেকর্ড সংখ্যক বিদেশি পর্যটক ভ্রমণ করেন। এই সময়ে দেশটি ভ্রমণে আসে ২০ লাখ ৩০ হাজার ৫২৩ জন বিদেশি নাগরিক। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪০ দশমিক ৬৬ শতাংশ বেশি। সূত্র: তেহরান টাইমস।