রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

‘ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে কথা বলার অধিকার কারো নেই’

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১, ২০১৭ 

news-image

আত্মরক্ষার স্বার্থে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো ইরানের অকাট্য ও ন্যায়সঙ্গত অধিকার। কাজেই এই অধিকার নিয়ে অন্য কোনো দেশ বা আন্তর্জাতিক সংস্থার কথা বলার কোনো সুযোগ নেই।

এ হুঁশিয়ারি  উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি। তিনি মঙ্গলবার তেহরানে আরো বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রতিরক্ষামূলক এবং এদেশের একটি ক্ষেপণাস্ত্রকেও পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম করে তৈরি করা হয়নি। কাজেই এসব ক্ষেপণাস্ত্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের আওতায় পড়েনি।

আত্মরক্ষার জন্য ইরান কারো অনুমতির অপেক্ষা করবে না উল্লেখ করে কাসেমি বলেন, ২২৩১ নম্বর প্রস্তাবের সীমাবদ্ধতাগুলো ইরান শুরু থেকেই মেনে নেয়নি। তারপরও ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ওই প্রস্তাবের কোনো ধারাকে লঙ্ঘন করেনি। এ অবস্থায় কোনো কোনো পশ্চিমা দেশ এ ব্যাপারে যেসব বক্তব্য দিচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও নিন্দনীয়।

ইরান ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে বলে দাবি করেছে আমেরিকা। দেশটি এ ব্যাপারে নিরাপত্তা পরিষদকে জরুরি অধিবেশনে বসার আহ্বান জানিয়েছে।

সূত্র: পার্সটুডে।