বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের কেরমানশাহ প্রদেশে ভূমিকম্প; আহত ১৫৬

পোস্ট হয়েছে: জুলাই ২৩, ২০১৮ 

news-image

ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে ভূমিকম্পে অন্তত ১৫৬ জন আহত হয়েছেন। রোববার দুপুরের পর প্রদেশের সালাসে বাবাজানি শহরে এ ভূমিকম্প আঘাত হানে।রিখটারস্কেলে এর মাত্রা ছিল ৫.৯।

২০১৭ সালের নভেম্বরের শক্তিশালী ভূমিকম্পে এই শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। কেরমানশাহ প্রদেশের গভর্নর হুশাং বাজভান্দ বলেছেন, আহতদের মধ্যে অন্তত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

ভূমিকম্পে কেউ নিহত না হলেও ৫৪টি আবাসিক ভবনের ক্ষতি হয়েছে বলে তিনি জানান। বাজভান্দ বলেন, ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীরা দুর্গত এলাকার লোকজনকে ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতা করছেন। গোটা কেরমানশাহ প্রদেশে ভূমিকম্প অনুভূত হয় এবং লোকজন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।

আতঙ্কে লোকজনের ঘরের বাইরে অবস্থান

রোববার বিকেলের এ ভূমিকম্প কেরমানশাহ’র প্রতিবেশী তিনটি প্রদেশেও অনুভূত হয়। কিন্তু সেসব প্রদেশে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রথম ভূকিম্পের পর বেশ কয়েকবার আফটার শক বা ভূমকম্পণ অনুভূত হয়েছে।

গত বছর নভেম্বরে কেরমানশাহ প্রদেশে এক শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫০০ মানুষ নিহত হয়।পার্সটুডে ।