ইরানের কৃষি রপ্তানি বৃদ্ধি
পোস্ট হয়েছে: জুন ২৮, ২০১৬
চলতি ফার্সি বছরের প্রথম দুই মাসে ইরানের কৃষি প্রবৃদ্ধি বেড়েছে সাড়ে ২২ ভাগ। গত বছরের একই সময়ের তুলনায় কৃষি রপ্তানির এ বৃদ্ধি বলে জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম। এ কৃষি রপ্তানির পরিমাণ আর্থিকভাবে ৮০২ মিলিয়ন ডলার। তেল ও জালানি পণ্যের বাইরে এধরনের কৃষি রপ্তানি বৃদ্ধির এই হারবেশ উৎসাহব্যঞ্জক বলে মনে করা হচ্ছে।
ইরানের রপ্তানিকৃত কৃষি পণ্যের মধ্যে রয়েছে আপেল, টমেটো সস, দুধ, মাখন ও অন্যান্য কৃষিজাত পণ্য। চলতি ইরানি বর্ষ শেষ হলে তেল ও জালানি পণ্যের বাইরে অন্যান্য পণ্য রপ্তানির পরিমাণ ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে শিল্পজাত পণ্য, খনিজ রপ্তানির পরিমাণ পৌঁছাবে ৩৮বিলিয়ন ডলারে।