ইরানের কৃষি ও খাদ্যদ্রব্য রপ্তানি থেকে আয় ৫.৮ বিলিয়ন ডলার
পোস্ট হয়েছে: মে ১, ২০২০
গত ফারসি বছর (২১ মার্চ ২০১৯ থেকে ২০ মার্চ ২০২০) ইরানের ৫ দশমিক ৮ বিলিয়ন ডলারের কৃষি খাদ্যদ্রব্য রপ্তানি হয়েছে। দেশটির কৃষি মন্ত্রণালয়ের প্লানিং অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রধান শাহরোখ শাযারি এই তথ্য জানিয়েছেন।
এই কর্মকর্তার তথ্যমতে, গত বছর বিশ্বের বিভিন্ন দেশে ইরান প্রায় ৭ দশমিক ১০২ মিলিয়ন টন কৃষি ও খাদ্যপণ্য রপ্তানি করে। ওই সময়ে দেশটিতে ৬ দশমিক ৩৯২ বিলিয়ন ডলারের ৬ দশমিক ৯৪১ মিলিয়ন টন কৃষি ও খাদ্যদ্রব্য আমদানি হয়েছে। খবর ইরানি বার্তা সংস্থা আইআরএনএ এর।
গত বছর ওজনের দিক দিয়ে যে পাঁচ কৃষি ও খাদ্যপণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে তা হলো তরমুজ, আপেল, টমেটো, আলু, পেঁয়াজ এবং শিট। আর মূল্যের দিক দিয়ে রপ্তানির শীর্ষে ছিল পেস্তা, আপেল, টমেটো, পেস্তা কার্নেলস এবং তরমুজ। সূত্র: তেহরান টাইমস।