শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের কৃষি উৎপাদন বেড়েছে ২৫ শতাংশ

পোস্ট হয়েছে: জুলাই ২, ২০১৮ 

news-image

ইরানে বিগত পাঁচ বছরে কৃষি উৎপাদনের পরিমাণ ২৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন দেশটির কৃষি মন্ত্রী মাহমুদ হাজ্জাতি। গত ১৮ জুন সোমবার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের আহওয়াজে বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবসের এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।

সম্মেলনে ইরানের কৃষি উৎপাদনের প্রবৃদ্ধি সম্পর্কে আলোকপাত করেন মন্ত্রী। তিনি জানান, রোপণ ও সেচ পদ্ধতির কার্যকারিতার উন্নয়নের ফলে এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।

কৃষি মন্ত্রী হাজ্জাতি আরও বলেন, ইরান দেশে মরুকরণ মোকাবেলায় প্রায় ২শ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে।

উল্লেখ্য, মরুকরণ মোকাবেলায় ইরানের কৃষি মন্ত্রণালয় যেসব বিষয়ে দিক নির্দেশনা দিয়ে থাকে তার মধ্যে প্রধান প্রধান বিষয় গুলো হলো- পানির স্তর ব্যবস্থাপনা, ক্ষয়ের হাত থেকে মাটিকে রক্ষা করা, গাছপালা বৃদ্ধি এবং বালি ও ধুলা ঝড় নিয়ন্ত্রণ করা। সূত্র: মেহর নিউজ এজেন্সি।