রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের কানস বৈজ্ঞানিক প্রতিযোগিতার সময়সীমা বাড়লো

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৬, ২০২১ 

news-image

বিশ্বব্যাপী অংশগ্রহণে আগ্রহী তরুণ এলিট সম্প্রদায়ের  কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় কানস বৈজ্ঞানিক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে বৈজ্ঞানিক ও উদ্ভাবনী কর্ম জমাদানের সময়সীমা বাড়িয়েছে আয়োজকরা। বর্ধিত সময়সীমা অনুযায়ী, ২১ অক্টোবর ২০২১ পর্যন্ত প্রতিযোগিতায় বৈজ্ঞানিক অর্জনাবলি দাখিল করা যাবে। মুস্তফা প্রাইজ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সাথে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে মূল্যবান পুরস্কার।

বিশ্বব্যাপী তরুণ স্কলার, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও  প্রশিক্ষক এবং অনূর্ধ ৪৫ বছর বয়সী উদ্ভাবকদের কাছ থেকে কানস বৈজ্ঞানিক প্রতিযোগিতায় আবেদন আহ্বান করা হয়েছে। তারা তাদের বৈজ্ঞানিক অর্জনাবলি বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঘোষিত চ্যালেঞ্জের জন্য তাদের উদ্ভাবিত সমাধানগুলো দাখিল করতে পারবেন।

বৈজ্ঞানিক সাফল্য ও সমাধানগুলো ৩ থেকে ৫ মিনিটের ভিডিও আকারে প্রতিযোগিতার ওয়েবসাইট kans.mstfdn.org এ আপলোড করতে হবে। মোট ছয়জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে।