ইরানের কাছে ৬০টি হেলিকপ্টার বিক্রি করবে রুশ কোম্পানি
পোস্ট হয়েছে: আগস্ট ২৪, ২০১৬

রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান নির্মাণ কোম্পানি ‘রাশিয়ান হেলিকপ্টার্স’ জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের কাছে ৬০টি হাল্কা ধরনের হেলিকপ্টার বিক্রির বিষয়ে তারা তেহরানের সঙ্গে আলোচনা শুরু করেছে। বহুমুখী কাজে ব্যবহার করা যাবে এসব হেলিকপ্টার।
কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আলেকজান্ডার শাহেরবিনিন জানান, তারা আনসাত এবং কেএ-২২৬টি হেলিকপ্টার বিক্রির বিষয়ে ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছেন। এসব হেলিকপ্টার প্রধানত এয়ার মেডিক্যাল সার্ভিসের জন্য তৈরি করা হয়েছে। তিনি জানান, বর্তমানে ইরানে ৫০টির বেশি রুশ নির্মিত হেলিকপ্টার রয়েছে যেগুলোর বেশিরভাগই এমআই-১৭ হেলিকপ্টার।
ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর গত জুন মাসে এ কোম্পানি আশা প্রকাশ করেছিল যে, তারা তেহরানের কাছে হেলিকপ্টার বিক্রি করবে। তখন শাহেরবিনিন বলেছিলেন, স্বল্প সময়ের মধ্যে ইরানের আধুনিকমানের হেলিকপ্টারের চাহিদা মেটানোর ক্ষমতা রয়েছে তার কোম্পানির। সূত্র: পার্সটুডে