ইরানের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৩, ২০২১
এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে ৫-০ গোলের বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে ইরান। বুধবার ২২ সেপ্টেম্বর উজবেকিস্তানের বুনিয়দকর স্টেডিয়ামে প্রথমার্ধ্বে ৩-০ গোলে এগিয়ে ছিল ইরান। দ্বিতীয়ার্ধ্বে আরো ২ গোল করে ইরানি মেয়েরা উদযাপন করে বড় জয়।
বাংলাদেশের জালে ৫ গোল দিয়ে ইরান গ্রুপের অন্য দল জর্ডানের সমান্তরালে দাঁড়াল। তাদের পরস্পরের ম্যাচের ফল নির্ধারণ করবে গ্রুপ চ্যাম্পিয়ন। অন্যদিকে দুই ম্যাচ হেরে বিদায় নিল সাবিনারা।
ইরানের অধিনায়ক বেহনাজ করেছেন জোড়া গোল। মালিকা মহিভাল্লি, গুলনুস খুসরাগি ও হাজার দাব্বাঘি বাকি ৩ গোল করেছেন।
উজবেকিস্তান যাওয়ার পথে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল নেপালে। স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচ ২-১ গোলে হেরে দ্বিতীয় ম্যাচ ড্র করেছিল গোলশূন্যভাবে।