সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের উন্নয়ন প্রকল্পে ৯.৪ বিলিয়ন ডলার পরিশোধ

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৩০, ২০১৯ 

news-image

চলতি ইরানি বছরের প্রথম নয় মাসে (২১ মার্চ থেকে ২২ ডিসেম্বর) দেশব্যাপী পরিচালিত আর্থিক উন্নয়ন প্রকল্পগুলোর জন্য ৯ দশমিক ৪ বিলিয়ন ডলার পরিশোধ করেছে ইরান সরকার। এই তথ্য জানিয়েছেন দেশটির বাজেট ও পরিকল্পনা সংস্থার (বিপিও) প্রধান মোহাম্মাদ বাকের নোবাখত।

উত্তরপূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশের একটি আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পরিসংখ্যান মতে, গত নয় মাসে দেশব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ৩৫ ট্রিলিয়ন তুমান (৩৫০ ট্রিলিয়ন রিয়াল) পরিশোধ করেছি। সামনের মাসগুলোতে আরও হাজার হাজার ডলার পরিশোধ করতে হবে।

তিনি আরও বলেন, সব ধরনের জটিলতা সত্বেও সরকারি কর্মচারীদের মজুরি, অবসর ভাতাসহ আমাদের সব বকেয়া পরিশোধ করে যাচ্ছি এবং আগের মতো সহায়তাকারী সংস্থাগুলোর মাধ্যমে অন্যান্য সংশ্লিষ্ট সব গ্রুপকে বকেয়া পরিশোধ করা হচ্ছে। সূত্র: তেহরান টাইমস।